‘টিকা প্রদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে জার্মানি’

|

মানিকগঞ্জ প্রতিনিধি:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা নিয়ন্ত্রণে আছে বলেই, দেশের অর্থনীতি সচল রয়েছে। এ পর্যন্ত মোট জনসংখ্যার ৭৫ শতাংশ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে। সম্প্রতি টিকা প্রদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে জার্মানি।

শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জ পুলিশ লাইন্স মিলনায়তনে জেলা পুলিশ আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জার্মানির গ্যাভি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘টিকা চ্যাম্পিয়ন’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বৈশ্বিক টিকা প্রদানে বাংলাদেশের অবস্থান ৮ নম্বরে। বিশ্বের অন্যান্য রাষ্ট্র প্রধানদের সাথে ভার্চুয়াল বৈঠকের পর প্রধানমন্ত্রীকে টিকা প্রদানে সফলতার জন্য পুরস্কার দেয়া হবে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ভাল অবস্থানে রয়েছে। শ্রীলঙ্কা মতো হয়নি, যেখানে এখন খাবার নেই, ঔষধ নেই, জ্বালানী নেই, যোগাযোগে দুরাবস্থা চলছে। সরকার পতনের অবস্থা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ভাল অবস্থানে রয়েছে। আপনাদের সকলের সহযোগিতায় আমরা দেশকে আরও ভাল অবস্থানে নিয়ে যাবো।

এ সময় বাংলাদেশে টিকার অভাব নেই জানিয়ে মন্ত্রী দ্রুত করোনা টিকার বুস্টার ডোজ নিয়ে সকলকে সুরক্ষিত থাকার আহ্বান জানান।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply