নারীদের কোপা আমেরিকায় এবার একই গ্রুপে খেলছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত কোপা আমেরিকার ড্রয়ে ১০টি কনমেবল দলকে দুই গ্রুপে ভাগ করা হয়। ব্রাজিল-আর্জেন্টিনা ছাড়াও ‘বি’ গ্রুপের অন্য দলগুলো হলো পেরু, ভেনেজুয়েলা ও উরুগুয়ে।
নারীদের কোপা আমেরিকার ইতিহাসে ব্রাজিল সর্বোচ্চসংখ্যক ৭ বার ও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে একবার। ড্র অনুষ্ঠানে উন্মোচন করা হয় মাসকট। আগামী ৮ থেকে ৩০ জুলাই পর্যন্ত বসবে এবারের নারী কোপা আমেরিকার আসর।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপে শোষিত হয়েছে শ্রমিক, আয়োজিকদের স্বীকারোক্তি
এম ই/
Leave a reply