ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ নিধন

|

স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ মেরে ফেলা হয়েছে।

শুক্রবার (৮ এপ্রিল) দুপুরের পর বিষয়টি মাছ চাষী আবু বক্কর সিদ্দিকীর নজরে আসে। এ ঘটনায় অন্তত ১২ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছেন এ মাছ চাষী।

ক্ষতিগ্রস্ত মাছ চাষী আবু বক্কর সিদ্দিকী জানান, আমরা এলাকার ১৮টি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছি। এর মধ্যে শিমরাইল এলাকায় ১৫০ শতাংশের একটি পুকুরে গত ৬ মাস যাবৎ রুই, কাতল, তেলাপিয়া, মৃগেল ও পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষাবাদ করে আসছিলাম। শুক্রবার দুপুরে পুকুরের মাছগুলো ভেসে উঠতে দেখি। পুকুরে নেমে দেখি সব মাছ মারা গেছে। পুকুরে একটি বোতল পেয়েছি, যাতে বিষ ছিল।

তিনি আরও জানান, একমাস পর মাছগুলো বিক্রি করা যেত। বিষ প্রয়োগে মারা যাওয়া মাছের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। বিষয়টি আমরা থানায় মৌখিকভাবে জানিয়েছি। লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে মেহারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মুর্শেদ বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। যে বা যারা পুকুরে বিষ প্রয়োগ করেছে তারা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ করেছে। তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই।

এ নিয়ে কসবা থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, বিষ প্রয়োগে মাছ নিধনের বিষয়টি আমরা অবগত হয়েছি। পুকুরের মালিক লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply