সিলেটে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত, আহত ২০

|

বাবার লাশের দিকে তাকিয়ে নিহত পল্লী চিকিৎসক নিজাম উদ্দিনের ছেলে

সিলেট ব্যুরো:

সিলেটের সদর উপজেলায় হাওরের বিরোধপূর্ণ জমিতে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন এক পল্লী চিকিৎসক, সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন। এ ঘটনায় এ পর্যন্ত ৪ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ এপ্রিল) ভোর ছয়টার দিকে উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার সাতগাছি গ্রামে রক্তক্ষয়ী এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পল্লী চিকিৎসক নিজাম উদ্দিন গুরুতর আহত হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা সবাই ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিলেট বিমানবন্দর থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, সাহেবের বাজার এলাকার সাতগাছি হাওরে দুই একর জমি নিয়ে পল্লী চিকিৎসক নিজাম উদ্দিন ও একই এলাকার নয়ন মিয়ার মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধপূর্ণ জমিতে ধান কাটাকে কেন্দ্র করে শনিবার সকালে দুই পক্ষের লোকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পল্লী চিকিৎসক নিজাম উদ্দিন নিহত হন। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply