স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:
জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগমের জানাজা ও দাফন নরসিংদীর মনোহরদীতে সম্পন্ন হয়েছে।
শনিবার (৯ এপ্রিল) বাদ জোহর মনোহরদীর খিদিরপুর ইউনিয়নের রামপুরে নিজ গ্রামের বাড়িতে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় তাকে।
দাফনে খিদিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিল, সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির সহ পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন নার্গিস বেগম। সবশেষ, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
/এসএইচ
Leave a reply