মসজিদে শিশু নিয়ে আসাকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবকের মৃত্যু

|

ছবি: প্রতীকী

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর রায়পুরায় মসজিদে শিশু নিয়ে আসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লালচান মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

এর আগে, গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ সংঘর্ষ হয়। লালচান মিয়া (২৬) নামে নিহত ওই যুবক একই গ্রামের ময়দর আলীর পুত্র।

স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাহাদুরপুর গ্রামের একটি মসজিদে ইফতারের সময় নুরুল ইসলাম নামে এক ব্যক্তি তার শিশুকন্যাকে নিয়ে যায়। কন্যাশিশু মসজিদে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে নুরুল ইসলাম ও তার বাড়ির লোকজনের সাথে পাশের মহল্লার আলাউদ্দিন মিয়ার তর্ক বাধে। তর্কের একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সেই সংঘর্ষে আলাউদ্দিন মিয়ার ভাতিজা লালচান দেশীয় অস্ত্র ও লাঠির আঘাতে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে সেদিন রাতেই তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। ২ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার দুপুরে তার মৃত্যু হয়। জানা গেছে, ঘাড়ে ও মাথায় আঘাতপ্রাপ্ত ছিলেন তিনি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, এক যুবক মারা গেছে বলে স্থানীয়ভাবে শুনেছি। এই ঘটনার পরদিনই লালচানের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছিল।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় লালচান মিয়া নামে ওই যুবকের মৃত্যু হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply