শুরুর ব্যাটিংয়ে একই চিত্রনাট্য, তৃতীয় দিন শেষেই হারের মুখে বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

পোর্ট এলিজাবেথ টেস্টে বাংলাদেশকে জয়ের জন্য ৪১৩ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৭ রান। দিনের শেষ ব্যাটার হিসেবে তামিম ইকবাল আউট হওয়ার পরই শেষ হয় ৩য় দিনের খেলা।

আগের দিনের ৫ উইকেট ১৩৯ রান আর সারা রাত বৃষ্টির পর শুরু হওয়া ম‍্যাচের প্রথম এক ঘণ্টা দারুণ ব্যাটিং প্রদর্শন করে বাংলাদেশ। কিন্তু মুশি-ইয়াসিরের জুটি ৭০ রানে পৌঁছাতেই হয় ছন্দপতন। ৪৬ করা ইয়াসিরকে ফেরান মহারাজ। ১৯২ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর দলের ফলোঅনের লজ্জা এড়ানোর দায়িত্ব পড়ে মুশফিকুর রহিমের কাঁধে। ক‍্যারিয়ারের ২৫তম ফিফটি তুলে নেবার পর অপ্রেয়োজনীয় রিভার্স সুইপ করতে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে আসেন মুশি। ২১০ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। এরপর তাইজুল ৫, মিরাজ ১১ রান করে ফিরলে ২১৭ রানে অলআউট হয় অতিথিরা।

২৩৬ রান পিছিয়ে থেকে ফলোঅন এড়াতে ব‍্যর্থ বাংলাদেশকে আবারও ব‍্যাটিংয়ে না পাঠিয়ে কন্ডিশনের ফায়দা নিতে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব‍্যাট হাতে মাঠে নেমে পড়ে দক্ষিণ আফ্রিকা।

ইনিংসের শুরুতেই উইকেট পেতে পারতো বাংলাদেশ। কিন্তু ম‍্যাচের তৃতীয় ওভারে এবাদতের বলে ডিন এলগার ক‍্যাচ দিলেও অন‍্যমনস্ক মেহেদী মিরাজের গায়ে গিয়ে বল লাগে। ক‍্যাচ নেবার চেষ্টাও না করা মিরাজ উল্টো চোট পেয়ে মাঠ ছাড়েন স্ট্রেচারে করে। তবে আঘাত গুরুতর ছিল না এই স্পিনারের।

১২তম ওভারে এলগারকে বোল্ড করে টাইগারদের প্রথম ব্রেকথ্রু এনে দেন তাইজুল ইসলাম। ৬০ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর কিগান পিটারসনকেও তাইজুল সাজঘরে ফেরালে দুই উইকেটে ৮৪ রান করে চা বিরতিতে যায় স্বাগতিকরা। দিনের শেষ সেশনের শুরুতে ব্রেকথ্রু দেন খালেদ। ৪১ করা এরউইকে ফেরান এই পেসার। এরপর রিকেলটনকে ১২ রানে ফেরান তাইজুল। আর বাভুমা ও মুল্ডারকে মিরাজ ফেরালে ৬ উইকেটে ১৭৬ রান করে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা।

৪১৩ রানের টার্গেটে ব‍্যাটিং করতে আবারও একই চিত্রনাট‍্যের পুনরাবৃত্তি। ডারবান টেস্টের মতোই প্রোটিয়া স্পিন বিষে নীল বাংলাদেশের টপ অর্ডার। কেশাভ মহারাজের বলে জয় ডাক আর শান্ত ফেরেন ৭ রান করে। এরপর তামিম ১৩ রান করে হারমারের স্পিনে স্লিপে ক‍্যাচ দিয়ে ফিরলে ৩ উইকেটে ২৭ রান করে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply