ইমরান খানের সমর্থনে বিক্ষোভ, পাকিস্তানজুড়ে তোলপাড়

|

ইমরান খানের সমর্থনে জোরালো বিক্ষোভ-সমাবেশ চলছে পাকিস্তানে। রোববার (১০ এপ্রিল) রাত থেকে আন্দোলন-প্রতিরোধ গড়ে তুলেছেন পাকিস্তান তেহরিক ই ইনসাফের (পিটিআই) নেতাকর্মী।

রাজধানী ইসলামাবাদসহ করাচি, লাহোর, মুলতান, পেশাওয়ারের মতো ২৫টি শহরে নামেন বিক্ষোভকারীরা। দলের পক্ষ থেকেই এশা ও তারাবিহ নামাজের পর কর্মী-সমর্থকদের জমায়েত হতে বলা হয়। এসময় ইমরানের সমর্থনে শ্লোগান দেন তারা। একইসাথে জোট ছেড়ে যাওয়া শরিকদের তীব্র সমালোচনা করা হয়।

বিক্ষোভকারীদের জোরালো দাবি, বিদেশি কোনো রাষ্ট্রকে পাকিস্তানের রাজনীতিতে কলকাঠি নাড়তে দেয়া যাবে না। একদিন আগেই, টুইটবার্তায় স্বাধীনতা সংগ্রামের ডাক দেন ইমরান খান। টুইটে তিনি লেখেন, ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হলেও আজ আবারও বিদেশি ষড়যন্ত্রের শিকার পাকিস্তান। বরাবরই পাকিস্তানের সাধারণ জনতা রক্ষা করেছেন দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র। জনতাকেই পিটিআইয়ের শক্তি বলেও মন্তব্য করেন ইমরান খান।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply