রাশিয়াকে নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও’র হুঁশিয়ারি

|

দায়িত্ব নিয়েই রাশিয়াকে আচরণ সংযত করার হুঁশিয়ারি দিলেন নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। শুক্রবার, ব্রাসেলসে ন্যাটোর শীর্ষ সম্মেলনে এ হুমকি দেন তিনি।

পম্পেও বলেন, রাশিয়া বরাবরই তার মিত্র ও সহযোগীদের তোপের মুখে রাখে। পশ্চিমা দেশ ও প্রতিষ্ঠানগুলোকেও নিজ নির্দেশে পরিচালিত করতে চায় পুতিন প্রশাসন। একারণেই, ব্রিটেনের মতো দেশে নার্ভ এজেন্ট প্রয়োগ করে হত্যাচেষ্টা চালিয়েছে মস্কো। স্পষ্ট বার্তা দিচ্ছি, যতোদিন আন্তর্জাতিক নীতিমালা মেনে রাশিয়া আচরণ সংযত না করছে, ততদিন ন্যাটোর পক্ষ থেকে কোনো সহায়তা পাবে না।

দায়িত্ব গ্রহণের পর প্রথম আন্তর্জাতিক বিবৃতিতে পম্পেও বলেন, ওয়াশিংটন একা ন্যাটো পরিচালনার দায়িত্ব সামলাতে পারবে না। সদস্য রাষ্ট্রগুলো বিশেষ করে জার্মানি তহবিলে অর্থ দেয়া কমিয়ে দিয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।

দুই কোরিয়ার সফল আলোচনার ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করেন পম্পেও। বলেন, পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে আগ্রহী উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

যমুনা অনলাইন: এটি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply