গুগলের মতোই কাজ করতেন নারদ!

|

মহাভারতের যুগেই ভারতে যে ইন্টারনেট ছিলো, তা প্রমাণে উঠেপড়ে লেগেছেন বিজেপি নেতারা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পর এবার নতুন যুক্তি নিয়ে হাজির হলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।

আরএসএস-এর সহযোগী সংস্থা বিশ্ব সংবাদ কেন্দ্র আয়োজিত ‘দেবর্ষী নারদ জয়ন্তী’ অনুষ্ঠানে রূপানি বলেছেন, ‘নারদের কাছে সব বিষয়ের তথ্য থাকত। সারা বিশ্বের খবর নিতে পারতেন এবং সেই অনুযায়ী কাজ করতেন।

মানবজাতির উন্নতির স্বার্থে তথ্য সংগ্রহই তাঁর ধর্ম ছিল। বিশ্বে কোথায় কী হচ্ছে, সেটা জানতেন তিনি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনেও এটা প্রাসঙ্গিক। গুগলও নারদের মতোই তথ্যের সূত্র।’

এর আগে গত সপ্তাহে ত্রিপুরার মুখমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছিলেন, মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল। ইন্টানেটের সুবাদেই ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্র যুদ্ধের বর্ণনা দিতে পেরেছিলেন সঞ্জয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply