‘খালেদা জিয়ার চিকিৎসায় সরকারের টালবাহানা সেতুমন্ত্রীর বক্তব্যেই স্পষ্ট’

|

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার টালবাহানা করছে, যা সেতুমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। আজ সোমবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আওয়ামী লীগ নেতারা উপহাস করছেন। তিনি আরও বলেন, আদালত নয়, শেখ হাসিনার প্রতিহিংসার কারণেই খালেদা জিয়া কারাগারে আছেন।

এসময় রিজভী আহমেদ অভিযোগ করেন, গাজীপুর সিটি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের বাসায় পুলিশ হানা দিয়ে নির্যাতন চালাচ্ছে। নিজেদের অনুকূলে সিটি করপোশন নির্বাচন করতে সব ব্যবস্থা সম্পন্ন করেছে সরকার।

এর আগে আজ সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়েও বিএনপি রাজনীতি করছে।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে উদাসীনতার সুযোগ নেই। জেলকোড অনুযায়ী যা প্রাপ্য তাই তাঁকে দেয়া হচ্ছে। জাতীয়তাবাদী চিকিৎসকদের কথা অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা হবে না। তাদের কথায় রাজনৈতিক সুর স্পষ্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply