ফ্রান্সে এক জাদুঘরের অর্ধেক চিত্রকর্মই ভুয়া!

|

দশকের পর দশ ধরে আছে জাদুঘরটি। নিয়মিত বহু পর্যটক আসেন জাদুঘরটির ঐতিহ্যবাহী নানা সংগ্রহ দেখতে। মূলত স্থানীয় একটি ছোট জনগোষ্ঠির সদস্যদের ইতিহাস-ঐতিহ্যের নানা নির্দশন পেইন্টিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সেখানে।

ইলনে নামক ওই সম্প্রদায়ের সদস্য সংখ্যা মাত্র ৮ হাজার। নিজেদের অতীতকে বাঁচিয়ে রাখতে সচেষ্ট সম্প্রদায়টির এক সদস্য ছিলেন খ্যাতিমান চিত্রকর এতিনে তেরাস।

তিনি ১৮৫৭ সালে জন্ম নিয়ে মারা যান ১৯২২-এ। নিজের জাতিগোষ্ঠির জীবনাচরণের নানা দিক নিয়ে রয়েছে তার অসংখ্য অঙ্কিত চিত্র। সেসবকে সংরক্ষণ করতে স্থানীয়রা খোলেন এতিনে তেরাস জাদুঘর।

কিন্তু সম্প্রতি জানা গেল, জাদুঘরটিতে তেরাস এবং অন্য যাদের চিত্রকর্ম রাখা হয়েছে সেগুলোর বেশিরভাগই নাকি ভুয়া! ইলনে শহরের মেয়র জে বারনিয়ল এই তথ্য জানার পর যেন আকাশ থেকে পড়েছেন। ক্ষুব্ধ মেয়র বলেন, ‘এটা তো রীতিমতো দুঃসংবাদ।’

‘এতেনি ছিলেন একজন অসাধারণ চিত্রকর। তিনি আমাদের কমিউনিটির সদস্য। এখন এটা জেনে খুব খারাপ লাগছে যে তার বলে এখানে থাকা বেশিরভাগ চিত্রকমই ভুয়া। আমাদের পৌরসভার জন্য এটা খুবই দুঃখজনক’, বলে মেয়র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply