মিসরে ভারী ট্রাকের সাথে পর্যটকবাহী বাসের ধাক্কায় প্রাণ হারালেন কমপক্ষে ১০ জন। যাদের মধ্যে রয়েছেন ৪ ফরাসি এবং এক বেলজিয়ান নাগরিক।
দেশটির আসওয়ান শহরে হয় দুর্ঘটনাটি। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসে। পর্যটকদের সাথে প্রাণ হারিয়েছেন মিসরের পাঁচ নাগরিকও। গাড়িটি পর্যটকদের নিয়ে এসনার মন্দির থেকে নীলনদের তীরের দিকে যাচ্ছিল।
উদ্ধারকর্মীরা জানান, গুরুতর আহত এবং দগ্ধ হয়েছেন আরও ১৪ পর্যটক। যাদের ৮ জন ফ্রান্স এবং ৬ জন বেলজিয়ামের নাগরিক। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে ৩০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল। দুর্ঘটনার মূল কারণ এখনও জানা যায়নি। তবে কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
/এডব্লিউ
Leave a reply