প্রয়াত চিত্রনায়ক মান্নার ৫৮তম জন্মদিন আজ

|

চিত্রনায়ক মান্নার জন্মদিন উদযাপন অনুষ্ঠানে চিত্রনায়কের পরিবারবর্গ ও অন্যান্য অতিথীরা।

জনপ্রিয় অভিনেতা মান্নার জন্মদিন আজ। ১৯৬৪ সালের আজকের দিনে টাঙ্গাইল জেলার কালিহাতীতে জন্ম নেন তিনি। প্রায় দুই যুগেরও বেশি সময় বাংলা সিনেমায় দাপিয়ে বেড়িয়েছেন এই অভিনেতা। তার ৫৮তম জন্মদিনে যমুনা নিউজ তাকে জানাচ্ছে শুভেচ্ছা আর ভালোবাসা।

কখনও তিনি প্রতিবাদী! কখনো দেশপ্রেমিক! কখনো বা অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠের প্রতিবাদী! তার নাম নায়ক মান্না!
১৯৮৪ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে আগমন তার। পরের গল্পটা বাংলা সিনেমার জন্য অন্য এক ইতিহাস। শুধু অভিনেতা নন, প্রযোজক হিসেবেও বেশ সফল এক নাম মান্না। তবে তার জীবন গল্পের শুরু ১৯৬৪ সালের আজকের এই দিনে।

প্রয়াত এই অভিনেতার জন্মদিন উপলক্ষে ‘স্বপ্নের বাজীগর মান্না’ শিরোনামে একটি গান প্রকাশ হয়। গানটি গেয়েছেন আসিফ আকবর। গানটি উন্মুক্ত করার জন্য নায়ক মান্নার নিজ হাতে গড়া কুতাঞ্জলির অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ছিলেন নির্মাতা সোহানুর রহমান সোহান, চিত্রনায়িকা সাথী, সংগীত পরিচালক ইবরার টিপু, সংগীত শিল্পী কান্তা ও প্রয়াত অভিনেতার স্ত্রী শেলী মান্নাসহ আরো অনেকে। গান প্রকাশ ছাড়াও ছিল জন্মদিন উদযাপন অনুষ্ঠান।

দুই যুগেরও বেশি সময় রুপালি পর্দা দাপিয়ে বেড়িয়েছেন প্রয়াত নায়ক মান্ন! তিনি না থাকলেও তার রেখে যাওয়ার কাজের মাধ্যমে তিনি ফিরে ফিরে আসবেন বাংলা সিনেপ্রেমীদের কাছে। শুভ জন্মদিন নায়ক মান্না!


/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply