সায়েন্স ফিকশনের অস্ত্র এবার বাস্তবে পরিণত করলো ইসরায়েল। লেজার ছুড়ে শত্রুপক্ষের বিমান কিংবা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে নতুন ধরনের অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। লেজার ডিফেন্স সিস্টেম নামে এই প্রতিরক্ষা ব্যবস্থায়, উচ্চক্ষমতা সম্পন্ন লেজার ছুড়ে শত্রুর ক্ষেপণাস্ত্র কিংবা বিমান ধ্বংস করা সম্ভব।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এই লেজার ডিফেন্স সিস্টেমের সফল পরীক্ষা চালায় ইসরায়েল। দেশটি যেকোনো সময় এটি মোতায়েন করতে প্রস্তুত বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ইসরায়েলি প্রতিরক্ষা দফতরের কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইয়ানিভ রতেম বলেন, এই লেজার ডিফেন্স সিস্টেম আসলে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার মোড় ঘুরিয়ে দেবে। একইসাথে শত্রুর হামলা মোকাবেলায় কার্যকর এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার চেয়ে অনেক সস্তা।
এই লেজার ডিফেন্স সিস্টেম পুরোটাই পরিচালিত হয় কয়েকটি ধাপে। রাডারে আকাশসীমায় কোনো হুমকি পাওয়া গেলে সেটি শনাক্ত করা হয় প্রথমে। এরপর উচ্চক্ষমতা সম্পন্ন লেজার নিক্ষেপ করা হয় টার্গেট লক্ষ্য করে। এরইমধ্যে রকেট, মর্টার এবং ড্রোন শনাক্ত ও ধ্বংস করতে সফল হয়েছে এই প্রতিরক্ষা ব্যবস্থা।
মূলত, ইরানের সামরিক বাহিনীর হামলা এবং ফিলিস্তিন থেকে হামাসের ছোড়া রকেট ঠেকাতে মোতায়েন করা হবে এই লেজার ডিফেন্স সিস্টেম। পরীক্ষায় শতভাগ সফলতাও মিলেছে।
বর্তমানে আয়রন ডোম নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহৃত হচ্ছে ইসরায়েলে। তেল আবিব বলছে অত্যন্ত ব্যয়বহুল হওয়া এই প্রতিরক্ষা ব্যবস্থা পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে। তথ্যসূত্র: এপি।
জেডআই/
Leave a reply