নিজেদের ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ ‘মস্কোভা’ ডুবে যাওয়ার কথা স্বীকার করলো রাশিয়া। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে এই তথ্য। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
তারা জানায়- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাহাজটি মেরামতের জন্য নেয়া হচ্ছিল কৃষ্ণ সাগর তীরের বন্দরে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায় জাহাজটি।
এর আগে, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘নেপচুন’- এর মাধ্যমে নৌযানটিতে হামলা চালানোর দাবি করে ইউক্রেন। যা সাফ অস্বীকার করে রুশ সেনাবাহিনী। তবে বড় ধরনের বিস্ফোরণ আর অগ্নিকাণ্ডের খবর লুকায়নি। সাড়ে ১২ হাজার টনের যুদ্ধজাহাজটি রুশ নৌবহরের নেতৃত্ব দিচ্ছিল কৃষ্ণ সাগরে।
পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনে চলমান সামরিক অভিযানে ‘মস্কোভা’র ডুবে যাওয়া নিশ্চিন্তভাবে রাশিয়ার জন্য বড় ধাক্কা। কারণ কৃষ্ণ সাগরে প্রভাব বিস্তারে যুদ্ধজাহাজটির ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।
আরও পড়ুন: ইউরোপের কাছে রাশিয়ার জ্বালানি শক্তির বিকল্প নেই: পুতিন
ইউএইচ/
Leave a reply