রোহিঙ্গাদের পক্ষে দাঁড়ানোয় বিজেপি নেত্রী বহিষ্কার!

|

মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের পক্ষে কথা বলায় ভারতের আসাম রাজ্যের এক নেত্রীকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেনজির রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে মুসলিমদের রোজা রাখার আহ্বান জানান। গত শনিবার ‘ইউনাইটেড মাইনরিটি ফোরাম’ নামে একটি বেসরকারি সংস্থার আয়োজনে ওই প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

তার আগেই গত বৃহস্পতিবার বিজেপির আসাম রাজ্য শাখার প্রধান এক চিঠির মাধ্যমে বেনজির আরফান নামের ওই নেত্রীকে বহিষ্কার করেন।

আরফানের দেয়া ওই ফেসবুক পোস্টে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে বেশ ক্ষোভ তৈরি হয়। বিজেপি বরাবরই রোহিঙ্গাদের ভারতে আশ্রয় দেওয়ার বিপক্ষে। সম্প্রতি ভারতের ক্ষমতাসীন এই দলটির নেতৃস্থানীয়রা দেশটি থেকে সব শরণার্থীকে বের করে দেওয়ার হুমকি দেন। বহিষ্কারের প্রক্রিয়াও শিগগিরই শুরু করার পথে দেশটির সরকার।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply