মাঝ আকাশে বিমান যাত্রীর ফোনে আগুন, অতপর যা ঘটলো

|

ছবি: সংগৃহীত

ইন্ডিগোর ডিব্রুগড়-দিল্লি ফ্লাইটে এক যাত্রীর মোবাইল ফোনে আগুন ধরে যায়। যা নিয়ে উড়ন্ত বিমানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক কেবিন ক্রুরা অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলো বিমানের যাত্রী ও কেবিন ক্রুরা। খবর জিনিউজের।

বৃহস্পতিবারের এই ঘটনার কারণে কোনো যাত্রী বা কেবিন ক্রু সদস্যের কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ’র কর্মকর্তারা।

খবরে বলা হয়, ৬ই ২০৩৭ নম্বরের ফ্লাইটটি ডিব্রুগড় থেকে দিল্লির দিকে যাচ্ছিল। তখন এক যাত্রীর ফোনে আগুন ধরে যায় এবং সেখান থেকে ধোঁয়া বের হতে থাকে। এরপর কেবিন ক্রু সদস্যরা অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলেন।
আরও পড়ুন: রাশিয়ার যুদ্ধজাহাজ ডুবির পর কিয়েভে জোরালো বিস্ফোরণের শব্দ
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply