বেনাপোল বন্দরে আগুনে পুড়ে ছাই ৩ ভারতীয় ট্রাক

|

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল স্থল বন্দরের ট্রাক টার্মিনালে আগুনে পুড়ে ছাই হয়েছে ব্লিচিং পাউডার ভর্তি ভারতীয় ৩টি ট্রাক। এখনও জানা যায়নি ক্ষতির পরিমাণ।

শুক্রবার (১৫ এপ্রিল) ভোর রাতে সেহেরির সময় এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও বন্দরের নিরাপত্তারক্ষীরা জানান, সেহেরির শেষ মুহূর্তে হঠাৎ তারা ভারতীয় একটি ট্রাকে আগুন দেখতে পান। ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই পুড়ে যায় ব্লিচিং পাউডার ভর্তি পাশাপাশি রাখা ৩টি ভারতীয় ট্রাক।

বেনাপোল বন্দরের কর্মকর্তা মামুন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার (১৩ এপ্রিল) ভারত থেকে ৩ টি ট্রাকে আসা ব্লিচিং পাউডারের চালানটি আমদানি করা হয়। ৫ মাস আগেও ব্লিচিং পাউডার ভর্তি ভারতীয় একটি ট্রাকে আগুন লেগে ট্রাক ও মালামাল সম্পূর্ণ পুড়ে যায় বলে জানান এ কর্মকর্তা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply