কুমিল্লা ব্যুরো:
কুমিল্লায় মাদক ব্যবসায়ীদের গুলিতে নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম ও বুড়িচং প্রেসক্লাবের যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মহিউদ্দিন সরকার পেশাগত দায়িত্ব পালনের সময় নির্মমভাবে মাদক ব্যবসায়ীদের গুলিতে নিহত হন। কিন্তু ঘটনার দুদিন অতিবাহিত হলেও মামলার মূল আসামিকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। মানববন্ধন থেকে আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়।
মানববন্ধনে কুমিল্লা প্রেসক্লাবের আহবায়ক নীতিশ সাহা, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এটিএম/
Leave a reply