সিনিয়র করেসপন্ডেন্ট, নাটোর:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, যোগ্য নেতৃত্ব ছাড়া কোনো দেশ, কোনো জাতি কখনোই এগিয়ে যেতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ দ্রুত উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে। শুক্রবার (১৫ এপ্রিল) সকালে নাটোরের সিংড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতিসহ বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সামাজিক বনায়নের ১২৪ জন উপকারভোগী, তিনটি ইউনিয়ন পরিষদ এবং তিনজন ভূমি মালিককে মোট ৮৩ লাখ ১২ হাজার ২২০ টাকার চেক বিতরণ করেন।
এছাড়া ভর্তুকি মুল্যে প্রান্তিক কৃষকদের মাঝে ১৫টি কম্বাইন্ড হার্ভেস্টার এবং ৪টি থ্রেসার মেশিন বিতরণ করা হয়। পরে প্রতিমন্ত্রী কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার কৃষকের মাঝে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ২০ কেজি করে ডিএসপি সার বিতরণ করেন।
/এডব্লিউ
Leave a reply