করোনা সংক্রমণের হার কমে এলেও করোনাভাইরাসকে এখনও জনস্বাস্থ্য সংকট হিসেবে বিবেচনা করতে হবে। সম্প্রতি এ সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।
যেকোনো সময় আবার বিস্তার হতে পারে ভাইরাসের। সেজন্য প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছেন ডব্লিউএইচও মহাপরিচালক তেদ্রোস আধানম। জেনেভায় সংবাদ সম্মেলনে তিনি জানান, মহামারি শুরুর পর গত সপ্তাহে সংক্রমণ শনাক্তের হার ছিল সর্বনিম্ন। তবে কিছু কিছু দেশে আবার বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই এখনও স্বাভাবিক অবস্থায় ফেরার সময় হয়নি বলে মনে করেন তেদ্রোস। সর্বোচ্চ সুরক্ষার জন্য টিকা ও বুস্টার ডোজের সুপারিশ করেন তিনি।
এ নিয়ে তেদ্রোস বলেন, চলতি সপ্তাহের তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও পর্যবেক্ষণের পর কমিটির পরামর্শ, এখনও জরুরি জনস্বাস্থ্য সংকট হিসেবে দেখতে হবে মহামারিকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও মানুষের জীবন রক্ষায় আরও সচেতন হতে হবে।
উল্লেখ্য, ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে মোট ৫ কোটি ৩১ লাখ ৩ হাজার ৩০১ জনের। করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন ৬২ লাখ ১৮ হাজার ৩৮৪ জন।
এসজেড/
Leave a reply