ঈদের পর সরকার পতনের আন্দোলন: বিএনপি নেতা দুলু

|

বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ঈদের পরেই সারাদেশে সরকার পতনের আন্দোলন শুরু হবে। এই সরকারকে বিদায় না করে রাজপথ ছাড়বে না নেতাকর্মীরা।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও আলোচনা সভায় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু এ কথা বলেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, সরকার বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, হামলা দিয়ে, জেল জুলুম ও গুম করে দমাতে পারবে না। এসময় নেতাকর্মীদের সব কিছু উপেক্ষা করে সরকার পতন আন্দোলনে প্রস্তুত থাকার আহ্বান জানান দুুলু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভকেট এরশাদ আলী ইশা। বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত খালেক, মহানগর বিএপির সদস্য সচিব মামুন অর রশীদ মামুন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply