সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
নাটোরের গুরুদাসপুরে অগ্নিকাণ্ডে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় অন্তত ১০টি ঘর পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার আগপুরুলিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গুরুদাসপুর, বনপাড়া ও নাটোর সদরের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকতার হোসেন খান বলেন, শুক্রবার বিকেল ৩টার দিকে খড়ের পালা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হাকিম আলী, কলিমদ্দিন, ছবের উদ্দিন, সবুজ আলী, জরিপ আলী, আবু বক্কার, জব্বার আলী, মোহাম্মদ আলী, ছলিম আলীর ১০টি ঘরে আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভাতে থাকে। ততক্ষণে আগুনে বাড়ির ১০টি ঘর পুড়ে যায়। এসময় গুলজান বেগম নামে শতবর্ষী এক বৃদ্ধা ঘরের মধ্যেই আগুনে পুড়ে মারা যান। সেই সাথে ঘরের সকল আসবাবপত্র, নগদ অর্থ, ফসলাদি পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নীকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের চেষ্টা চলছে বলে জানান ফায়ার সার্ভিস সদস্যরা।
/এসএইচ
Leave a reply