ওয়াটসন দুইয়ে রাখলেও স্টেইনের চোখে বর্তমানের সেরা ব্যাটার বাবর

|

ছবি: সংগৃহীত

সম্প্রতি ‘দ্য আইসিসি রিভিউ’ নামক একটি অনুষ্ঠানে বর্তমান সময়ের দ্বিতীয় সেরা ব্যাটার হিসেবে বাবর আজমের নাম উল্লেখ করেছেন সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন। তবে ওয়াটসনের পথে না হেঁটে বাবরকেই সবার সেরা ব্যাটসম্যান হিসেবে স্বীকৃতি দিয়েছেন দক্ষিণ আফ্রিকান পেস কিংবদন্তি ডেল স্টেইন।

অবসর নেয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব স্টেইন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ক্রিকেটপ্রেমীদের সাথে টুইটারে এক প্রশ্নোত্তর পর্ব যোগ দেন স্টেইন। সেখানে একজন জিজ্ঞেস করে, বর্তমান সময়ের সেরা ব্যাটার কে? তখন স্টেইনের উত্তর ‘খুব সম্ভবত বাবর আজম। এই মুহূর্তে সে দুর্দান্ত।’

সাম্প্রতিক সময়ে বাবর আজম আছেন দুর্দান্ত ফর্মে। তার খেলা মোট ৪০ টেস্টে এরইমধ্যে পাঁচচল্লিশের ওপর গড় নিয়ে করেছেন ২৮৫১ রান। কয়েকদিন আগেই পাকিস্তানের ঘরের মাটিতে শেষ হওয়া সিরিজে বাবর ছিলেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও আছেন বিধ্বংসী ফর্মে। ৮৬টি ওয়ানডে ম্যাচে প্রায় ৬০ গড় নিয়ে রান করেছেন ৪২৬১। আর নিজের খেলা ৭৪ টি-টোয়েন্টি ম্যাচে ২৬৮৬ রান বাবরের।

আরও পড়ুন: দলীয় ব্যর্থতার দায় নিজ কাঁধে নিয়ে সরে দাঁড়ালেন রুট

সম্প্রতি ‘দ্য আইসিসি রিভিউ’ নামের এক অনুষ্ঠানে ওয়াটসন ব্যাটিং শ্রেষ্ঠত্বে এক নাম্বারে রেখেছেন তিন বছর ধরে সেঞ্চুরির দেখা না পাওয়া বিরাট কোহলিকে। তার তালিকায় কোহলির পরেই আছেন বাবর। তালিকার পরের স্থানগুলোতে রেখেছেন স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন ও জো রুটকে। তথ্যসূত্র: জি নিউজ।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply