ঈদ উল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকেট কিনতে সাড়া নেই খুব একটা। অনেকটা অলস সময় পার করছেন টিকেট বিক্রেতারা।
শুক্রবার (১৫ এপ্রিল) থেকে ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু হলেও এখনো টিকিটের ৩০ শতাংশও বিক্রি হয়নি বলে জানালেন টিকেট বিক্রেতারা। অথচ করোনা মহামারির আগে প্রথম দিনেই ৮০ শতাংশ টিকিট বিক্রি হয়ে যেতো।
বিক্রেতারা বলছেন, লম্বা ছুটির কারণে টিকেট কিনতে যাত্রীরা একবারেই আসছেন না। অর্থনৈতিক সঙ্কটের কথাও বলছেন কেউ কেউ।
ঈদ উপলক্ষে সাধারাণত বাসে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে অগ্রিম টিকেট বিক্রি হয়। এ সময় বিক্রির তারিখ থেকে শুরু করে যে কোনো দিনের টিকিট কেনার সুযোগ পান যাত্রীরা। এবারও বাসে ঈদযাত্রায় বরাবরের মত উত্তরবঙ্গের যাত্রীদের ভোগাবে সড়ক। তবে সম্প্রতি বিকল্প উপায়ে ঘরে ফেরার প্রবণতাও বেড়েছে।
/এসএইচ
Leave a reply