ইনজুরিতে অনিশ্চিত পেদ্রির পুরো মৌসুম

|

বার্সার স্প্যানিশ মিডফিল্ডার প্রেদি।

হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন বার্সলোনার তারকা মিডফিল্ডার পেদ্রি। চোট এতটাই গুরুতর যে চলতি মৌসুমে আর মাঠে নামা হবে না তার।

সম্প্রতি, ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ইনট্রাক ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে আহত হন পেদ্রি।বার্সেলোনা কর্তৃপক্ষ জানিয়েছে, বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে এ স্প্যানিয়ার্ডের।

পরের ম্যাচে পেদ্রিকে পাওয়া যাবে কিনা সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বার্সার পক্ষ থেকে এখনও কিছু বলা না হলেও, স্প্যানিশ গণমাধ্যম বলছে, সুস্থ হতে অন্তত এক মাস লাগবে পেদ্রির। তাই, আগামী ২২ মে বার্সার মৌসুমের শেষ ম্যাচের আগে মাঠে আর ফেরা হবে না তরুণ এ মিডফিল্ডারের।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply