‘দেশের মানুষ অতীতে কখনও এতো ভালো ছিল না’

|

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগের মতো এতো ভালোভাবে দেশ কেউ পরিচালনা করেনি। এসময় তিনি আরও বলেন, দেশের মানুষ অতীতে কখনও এতো ভালো ছিলো না।

শনিবার (১৬ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে এতিম, প্রতিবন্ধী ও অসহায় মানুষের মধ্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশ চালাতে গেলে ছোটখাট ভুল হতে পারে। সব কাটিয়ে আওয়ামীলীগ যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে অন্য কেউ তা পারেনি। বিএনপির নেতারা শুধু সমালোচনাই করতে জানে বলে মন্তব্য করে তিনি বলেন, উন্নয়ন তাদের চোখে পড়ে না।

অনুষ্ঠানে দলটির সমাজকল্যাণ উপকমিটির পক্ষ থেকে দুস্থ ও অসহায়দের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply