মার্কিন প্রতিবেদনে প্রমাণিত, খালেদা জিয়া রাজনৈতিকভাবে আটক: ফখরুল

|

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মার্কিন মানবাধিকার প্রতিবেদন প্রমাণ করে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে আটকে রাখা হয়েছে; এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, মার্কিন প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার ও নির্বাচনের প্রকৃত চিত্র ফুটে উঠেছে। ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুদকের মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও অভিযোগ করেন ফখরুল। তিনি বলেন, সরকার বিচার বিভাগকে প্রভাবিত করে এসব মিথ্যা মামলা দায়ের করেছে। একইভাবে, গণতান্ত্রিক চরিত্র নষ্ট করে সরকার একদলীয় শাসন কায়েম করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, বিচার প্রক্রিয়ায় প্রভাব বিস্তার ও খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়া ও প্রেরণকে রাজনৈতিকভাবে প্রভাবিত বলে উল্লেখ করা হয়েছে মার্কিন প্রতিবেদনে। আর, র‍্যাব ও ৭ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সেই সত্যকে আরও প্রতিষ্ঠিত করেছে।

আরও পড়ুন: ‘দেশের মানুষ অতীতে কখনও এতো ভালো ছিল না’

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply