ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খারকিভে রাতভর গোলাবর্ষণে প্রাণ হারালেন পাঁচ জন। রোববার (১৭ এপ্রিল) রুশ বাহিনীর আগ্রাসনে আরও ২০ জন গুরুতর আহত।
প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি গভীর রাতে দেয়া এক বিবৃতিতে জানান, প্রশাসনিক নয় বরং আবাসিক এলাকাগুলোই বর্তমানে হামলার মূল টার্গেট। মর্টার আর গোলার আঘাতে গুঁড়িয়ে গেছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। রয়টার্সের তথ্য অনুসারে, গেলো চারদিনের অভিযানে খারকিভে মৃত্যু হয়েছে ৮ জনের।
রুশ সেনাবহরের হামলায় আহত শতাধিক। গেলো সপ্তাহেই ইউক্রেনের সরকার জানায়, পূর্বাঞ্চল দখলের উদ্দেশ্যে অভিযানের পরিধি বৃদ্ধি করেছে, পুতিন প্রশাসন। রাশিয়ার সীমান্তের কাছেই দোনবাস অঞ্চলে অবস্থান খারকিভের।
/এডব্লিউ
Leave a reply