ক্যামব্রিজ অ্যানালিটিকা বন্ধ

|

সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করলো ফেসবুকের তথ্য হাতিয়ে নেয়া ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান- ক্যামব্রিজ অ্যানালিটিকা। বুধবার, প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে আসে এই ঘোষণা।

ক্যামব্রিজ অ্যানালিটিকার মুখপাত্র ক্ল্যারেন্স মিচেল জানান, গেলো দু’মাসে তাদের ওপর অযৌক্তিক সব অভিযোগ আনা হয়েছে। প্রতিষ্ঠানটি এসব রেকর্ড শুধরানোর চেষ্টা করলেও; অনলাইনে বন্ধ করে দেয়া হয় তাদের সব বিজ্ঞাপন।

মিচেল দাবি করেন, সাবেক কর্মকর্তারা বিশ্বাস ভঙ্গ করায় গ্রাহকদের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে ক্যামব্রিজ অ্যানালিটিকা। এ পরিস্থিতিতে কার্যক্রম চালানো সম্ভব নয় বলে জানায় প্রতিষ্ঠানটি। গেল মার্চে ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ উঠে।

ক্যামব্রিজ অ্যানালেটিকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিবিরের পরামর্শদাতা হিসেবে কাজ করেছিল। অভিযোগ রয়েছে- এরজন্য প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যম- ফেসবুকের ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেয়। এর ধারাবাহিকতায় মার্কিন সিনেটে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে শুনানির মুখোমুখি হতে হয়েছিল।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply