রাশিয়ার আল্টিমেটাম গায়ে মাখেনি ইউক্রেন সেনারা

|

কৃষ্ণ সাগর তীরের বন্দর নগরীতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে রাশিয়া। রোববার (১৭ এপ্রিল) ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত মারিওপোলের ইউক্রেন সেনাদের আত্মসমর্পণে সময়সীমা বেঁধে দেয় রাশিয়া। তবে অবরুদ্ধ বন্দর নগরী মারিওপোলে আত্মসমর্পণের আলটিমেটাম উপেক্ষা করলেন ইউক্রেনীয় সেনারা।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্মিহাল বলেছেন, সেখানে যে পরিস্থিতিই আসুক, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন তারা। এবিসি নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে দেশটির প্রধানমন্ত্রী জানান, এখনও পতন ঘটেনি মারিওপোলের। সেখানে তীব্র লড়াই চলছে বলেও জানান তিনি।

এদিকে আনুষ্ঠানিকভাবে পূর্ণ দখলের কোনো ঘোষণা না দিলেও রোববার দুুপুরের মধ্যে অস্ত্র জমা দেয়ার শর্তে প্রাণরক্ষার নিশ্চয়তা ঘোষণা করে রাশিয়া। একইসাথে তারা জানায়, মারিওপোলের একটি ইস্পাত কারখানায় ঘাঁটি গেড়েছে আড়াই হাজারের মতো ইউক্রেন সেনা। তারাই পড়বেন আলটিমেটামের আওতায়।

শহরটিতে এখনও আটকা এক লাখ ২০ হাজারের ওপর বেসামরিক মানুষ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply