রাজশাহী ব্যুরো:
রাজশাহী নগরীর লক্ষ্মীপুরে আবাসিক হোটেল থেকে জয়নব বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে ড্রিম হ্যাভেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয় পুলিশের ধারণা, শ্বাসরোধে হত্যা করা হয়েছে ওই নারীকে।
পুলিশ জানায়, জয়নব বেগম ও মিজান নামের দু’জন স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলটিতে ওঠেন। মিজান দুপুরে কক্ষের দরজার বাইরে থেকে তালা দিয়ে চলে যান। রাতে ফিরে না আসায় হোটেলের কর্মচারীদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে তালা ভেঙে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে।
পুলিশের ধারণা, হোটেলে জয়নব বেগমকে ডেকে এনে হত্যা করেছে মিজান। এ ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।
ইউএইচ/
Leave a reply