ভোটে অংশ নিতে কাউকে ফোর্স করা ইসির দায়িত্ব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, তবে সকলকে নির্বাচনে আনার চেষ্টা করবে কমিশন।
সোমবার (১৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহীসহ জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, আমরা দায়িত্ব নেয়ার পরই অংশীজনদের সাথে সংলাপ করছি। এরই ধারাবাহিকতায় আপনাদের মতামত নিতে আপনাদের মূল্যবান কথা শুনবো। আমরা আপনাদের মতামত নোট করে পর্যালোচনা করবো। সংলাপের মতামত নিয়েই আমরা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ করবো।
এ সময় আলোচনায় সাংবাদিকরা বলেন, সকলের অংশগ্রহণ নিশ্চিতে আস্থা অর্জন জরুরি। বিগত নির্বাচনের উদাহরণ যেন আর না হয় সেলক্ষ্যে আন্তরিকভাবে কাজ করার পরামর্শ তাদের।
এর আগে, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে তিন দফায় বৈঠক করে ইসি।
আরও পড়ুন: অনিচ্ছাকৃত মোশতাকের নাম চলে এসেছে, অনুষ্ঠানেই দুঃখ প্রকাশ করেছি: অধ্যাপক রহমত উল্লাহ
ইউএইচ/
Leave a reply