মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালসে করোনার হানা

|

ছবি: সংগৃহীত

চলমান আইপিএলে মোস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালসে হানা দিয়েছে করোনা। ফ্র্যাঞ্চাইজিটির এক খেলোয়াড় ও কোচিং স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে ক্রিকইনফো।

বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানসহ পুরো দলকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। দলটির ফিজিওথেরাপিস্ট প্যাট্রিক ফারহার্ট প্রথমে কোভিড পজেটিভ হন। এরপর ক্রিকেটারদের হোটেল রুমে গিয়ে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়।

পাঞ্জাবের বিপক্ষে দিল্লির পরবর্তী ম্যাচ ২০ এপ্রিল। এরইমধ্যে বিদেশি একজন ক্রিকেটারের করোনা আক্রান্তের খবর আসায় পুনে যাওয়া স্থগিত করেছেন ফ্র্যাঞ্জাইজিটি। এই সময়ের মধ্যে দলটি একাদশ সাজাতে ব্যর্থ হলে স্থগিত করা হবে খেলা। সেক্ষেত্রে আইপিএল চালিয়ে যাওয়ার বিষয়ে বড় ধরনের ধাক্কা খাবে বিসিসিআই।

আরও পড়ুন: তারুণ্যকে আটকাতে পারে না বয়সের ফ্রেম, দেখাচ্ছেন কার্তিক

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply