ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ: আরও একজনের মৃত্যু

|

মুরসালিন। ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থীদের সংঘর্ষে মারা গেলেন আরও একজন। সংঘর্ষে গুরুতর আহত দোকান কর্মচারী মুরসালিন (২৪) ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোর সাড়ে চারটার পর মারা যান তিনি। এই নিয়ে এ ঘটনায় দুইজনের মৃত্যু হলো।

গত মঙ্গলবার দ্বিতীয় দিনের সংঘর্ষে আহত হয়েছিলেন মুরসালিন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ডিএমসির জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও মঙ্গলবার সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ। যা চলে সন্ধ্যা পর্যন্ত। বুধবারও ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলে। তিন দিনের এ ঘটনায় উভয়পক্ষের অর্ধ শতাধিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

আরও পড়ুন: ৬ মাস আগে বিয়ে করেছিলেন নাহিদ, বড় ছেলেকে হারিয়ে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পরিবার

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply