বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের গাববুনিয়া কুমলাই এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন চাচাত ভাই ও ভাতিজার হাতে নিজ আঙ্গিনায় দিদারুল আলম নামে একজন নিহত হয়েছেন।
বুধবার রাত আনুমানিক পৌনে দশটার সময় রামপাল উপজেলার কুমলাই গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
জানা যায়, আবু বক্কর ও তার পিতা আ. সাত্তারের সাথে একই এলাকার মল্লিক দিদারুল আলমের কথা কাটাকাটির এক পর্যায়ে তার চাচাতো ভাই, তার ছেলে আবু বকর ও তার পিতা আব্দুস সাত্তারের ধারালো অস্ত্রের আঘাতে মল্লিক দিদারুল আলম গুরুতর জখম হয়। আহত অবস্থায় রামপাল উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে রামপাল থানা পুলিশ ও সহকারী পুলিশ সুপার মোংলা সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ অভিযুক্ত আব্দুস সাত্তারকে আটক করেছে। বাকি পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
ইউএইচ/
Leave a reply