পুতিন-জেলেনস্কিকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিবের চিঠি

|

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিয়ো গুতেরেস।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে নিজ নিজ দেশের রাজধানীতে মুখোমুখী বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিয়ো গুতেরেস। এ আহ্বান জানিয়ে পাঠানো জাতিসংঘ মহাসচিব স্বাক্ষরিত চিঠি ইতোমধ্যেই এ দুই রাষ্ট্রপ্রধানকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত স্টিফেন দুজারিক।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে দুজারিক বলেন, ইউক্রেনে চলমান রাশিয়ান আগ্রাসন বন্ধে সংলাপকে বরাবরই উৎসাহিত করে আসছেন গুতেরেস। সম্প্রতি এ যুদ্ধ আরও তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার (১৯ এপ্রিল) ভ্লাদিমির পুতিন এবং জেলেনস্কির কাছে চিঠি পাঠিয়ে উভয়কেই নিজ নিজ রাজধানীতে বৈঠকে বসার অনুরোধ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

দুজারিক বলেন, ভয়ংকর এ দুঃসময়ে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় দ্রুত জরুরি পদক্ষেপ নিতে আলোচনা করতে চান জাতিসংঘ মহাসচিব।

প্রসঙ্গত, গত মার্চের ২৪ তারিখে যুদ্ধ শুরুর পর ২৬ মার্চ জেলেনস্কির সাথে মাত্র একবার কথা হয়েছে গুতেরেসের। অন্যদিকে ইউক্রেনে হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন, বলে মন্তব্য করার পর থেকে পুতিনের সাথে তার আর কোনো যোগাযোগ হয়নি গুতেরেসের।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply