ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) শিক্ষার্থীদের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলে ১১টা পর্যন্ত। সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনের বিপরীতে এবার পরীক্ষার্থী ছিল ৬৫ হাজার ৯০৭ জন। এদিন রাজধানীর সরকারি তিতুমীর কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বছর প্রশ্নপত্র বিতরণ হয়েছে ডিজিটাল পদ্ধতিতে। আগামীতে পরীক্ষার মান বাড়াতে কাজ করছে সরকার। তিনি জানিয়েছেন, মে মাসের কলেরার টিকার ব্যবস্থা করা হয়েছে। যেখানে প্রাদুর্ভাব বেশি সেখানেসহ পর্যায়ক্রমে টিকা কার্যক্রম বাড়ানো হবে।
/এমএন
Leave a reply