আবারও কালবৈশাখীর বৃষ্টিতে সিক্ত রাজধানী

|

ছবি: সংগৃহীত।

দিনভর ভ্যাপসা গরম ও রৌদ্রজ্জল আবহাওয়ার পর রাজধানীর বুকে নেমে এসেছে স্বস্তির বৃষ্টি। শুক্রবার (২২ এপ্রিল) দুপুরের পর থেকেই মেঘে কালো হয়ে উঠেছিল আকাশ। সোয়া ৩টার দিকে দমকা হাওয়াসহ নেমেছে বৃষ্টি।

এনিয়ে কালবৈশাখীর দ্বিতীয় বৃষ্টি পেলো ঢাকা। এর আগে বৃহস্পতিবারই (২০ এপ্রিল) প্রথম কালবৈশাখীর দেখা পায় রাজধানীবাসী। ঝড় আর বৃষ্টির প্রভাবে বেশ কয়েকটি রাস্তায় পানি জমে। তবে টানা দাবদাহের পর এই বৃষ্টিতে কিছুটা স্বস্তি পায় মানুষ।

শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও জানা গেছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply