কিয়েভে দূতাবাস খুলে দিচ্ছে ব্রিটেন

|

আগামী সপ্তাহ থেকে কিয়েভে ব্রিটেনের দূতাবাস খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এ বছরের শুরুতে কিয়েভে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর যুক্তরাজ্যে তার দূতাবাসটি বন্ধ রেখেছিল। খবর এনডিটিভির।

দু’দিনের ভারত সফরে এসে বরিস জনসন বলেন, খুব শীঘ্রই আমরা ইউক্রেনের রাজধানী কিয়েভের দূতাবাস খুলে দিতে যাচ্ছি যা সম্ভবত আগামী সপ্তাহে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মস্কো ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর লন্ডন তার দূতাবাস কিয়েভ থেকে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লিভিভে সরিয়ে নেয়। এ ছাড়া ফ্রান্স, ইতালি, স্পেন ইতোমধ্যেই তাদের দূতাবাস কিয়েভে খুলে দিয়েছে বলেও জানা গেছে।

ব্রিটিশ পররাষ্ট্র সচিব লিজ ট্রাস লন্ডনে একটি পৃথক বিবৃতিতে বলেছেন, রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধের অসাধারণ দৃঢ়তা এবং সাফল্যের কারণে যুক্তরাজ্যের দূতাবাস পুনরায় চালু করা হচ্ছে।

পুনরায় দূতাবাস খোলার জন্য কোনো নির্দিষ্ট তারিখ দেয়া হয়নি। তবে ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) বলেছে যে, বর্তমানে দূতাবাস প্রাঙ্গণ নিরাপদ করা হচ্ছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply