তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমের জেলেনস্কির মধ্যে তিনি ফোনালাপের ব্যবস্থা করার পরিকল্পনা করেছেন। খবর রয়টার্সের।
ফোনালাপের পর পুতিন আর জেলেনস্কি তুরস্কে সাক্ষাতের ব্যাপারে একমত হবেন বলেও আশা প্রকাশ করেছেন এরদোগান। রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরদোগান বলেন, আমরা আশা ছাড়িনি। আমাদের মিত্ররা আজও তাদের সঙ্গে যোগাযোগ করেছে। দুয়েকদিনের মধ্যেই পুতিন ও জেলেনস্কির মধ্যে ফোনালাপের ব্যাপারে আশাবাদী।
/এমএন
Leave a reply