ক্ষোভে মাঠের খেলোয়াড়দের চলে আসতে বলেছেন মোস্তাফিজদের অধিনায়ক (ভিডিও)

|

ছবি: সংগৃহীত।

দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস ম্যাচে হয়েছে ৪২৯ রানের খেলা। রাজস্থানের করা ২২২ রানের জবাবে দিল্লির সংগ্রহ ২০৭ রান। তবে চার-ছক্কার ফুলঝুড়ি ছাপিয়ে এই ম্যাচের আকর্ষণ কেড়ে নিয়েছে ম্যাচের শেষ ওভার।

রাজস্থান বোলার ওবেড ম্যাককয়ের করা শেষ ওভারে পরপর তিন বলে ছক্কা হাঁকান ক্যারিবিয়ান ব্যাটার রোভম্যান পাওয়েল। এরপরই রোভম্যান তার সাথে মাঠে থাকা কুলদীপ যাদবকে চলে আসার নির্দেশ দেন দিল্লি অধিনায়ক রিশাভ পন্থ। তবে তারা মাঠের বাইরে যেতে চাইলে তাদের আটকান মাঠের আম্পায়াররা।

এই ওভারের তৃতীয় বলে ম্যাককয়ের বলে ফুলটসের উচ্চতা একটু বেশি ছিল। কিন্তু এতে নো বল ডাকেননি মাঠে থাকা আম্পায়াররা। ডাগ আউট থেকে নো বলের আবেদন জানাতে থাকেন ওয়ার্নার, পন্থরা। তৃতীয় আম্পায়ারের হস্তক্ষেপও কামনা করা হয়। পরে টিভি রিপ্লেতেও দেখা যায় রোভম্যানের সামান্য উঁচুতেই ছিল ম্যাককয়ের ফুলটসটি। এতেই ক্ষেপেছেন পন্থ।

আরও পড়ুন: ‘হোম অব ক্রিকেটে’ প্রথম ইফতার, উচ্ছ্বসিত মরগ্যান

তবে প্রথম তিন বলেই ছক্কা মারলেও এই নাটকের পর মনঃসংযোগ হারান রোভম্যান। মারতে পারেননি আর একটা ছক্কাও। ফলে ১৫ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় দিল্লিকে। সূত্র: এনডিটিভি।

https://twitter.com/i/status/1517567146985127936

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply