সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
নাটোরের সিংড়ায় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। এ সময় গাঁজা বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়। শনিবার (২৩ এপ্রিল) ভোর পাঁচটার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের জামতলী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, কুমিল্লার মুরাদনগর থানার গোকুলনগর গ্রামের ট্রাক চালক জিলানী আহমেদ ও চালকের সহকারী ভাংগড়া গ্রামের আনিছ মিয়া।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর-বগুড়া মহাসড়কের জামতলী বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে বগুড়া থেকে নাটোরগামী একটি ট্রাকের গতিরোধ করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রাকে থাকা প্লাস্টিকের ক্যারেটের ভেতর টেপ দিয়ে মোড়ানো বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকচালক জিলানী ও তার সহকারী আনিছ মিয়াকে ট্রাকসহ আটক করা হয়।
প্রাথমিকভাবে র্যাব কর্মকর্তারা নিশ্চিত হয়েছে দুজনই পরিবহন শ্রমিকের আড়ালে মাদক ব্যবসার সাথে জড়িত। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সিংড়া থানায় সোপর্দ করা হয়।
এটিএম/
Leave a reply