খুলনা ব্যুরো:
খুলনার খালিশপুরে একটি সেপটিক ট্যাংকের ম্যানহোল পড়ে মো. আব্দুল্লাহ নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সকাল সাড়ে নয়টার চিত্রালী সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। খবরটি নিশ্চিত করেছেন খালিশপুর থানার তদন্ত পরিদর্শক নিমাই চন্দ্র কুন্ডু। সাত বছর বয়সী নিহত আব্দুল্লাহ খালিশপুর থানার বঙ্গবাসী এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, ওই মার্কেটে সেপটিক ট্যাংকের ম্যানহোল খোলা রেখে নির্মাণ কাজ চলছিল। তার আশেপাশে আব্দুল্লাহসহ কয়েকটি শিশু খেলাধুলা করছিল। আকস্মিক ম্যানহোলে পড়ে যায় আব্দুল্লাহ। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের কররেছেন। মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
/এডব্লিউ
Leave a reply