জাপানে ২৬ পর্যটক নিয়ে নিখোঁজ নৌকা, নিহত ১০

|

জাপানের শিরেটোকো উপদ্বীপ। ছবি: সংগৃহীত।

জাপানের হোক্কাইদো দ্বীপের উত্তরাঞ্চলে একটি পর্যটকবাহী নৌকা নিখোঁজ হয়েছে। নৌকাটিতে শিশুসহ মোট ২৬ জন পর্যটক ছিল। উদ্ধারকারীরা বলছেন এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু নিশ্চিত করেছেন। বাকিদের খোঁজে চলছে অভিযান।    খবর বিবিসির।

শনিবার (২৩ এপ্রিল) জাপানের শিরেটোকো উপদ্বীপের আশেপাশে পর্যটকদের নিয়ে তিন ঘণ্টার সফরে বের হয় কাজু-১ নামের নৌকাটি। তবে দুপুরের দিকে সাহায্যের জন্য বার্তা পাঠায় নৌকাটি। এরপরই আর কোনো খোঁজ পাওয়া যায়নি সেটির। সংশ্লিষ্টরা বলছেন, তীব্র ঢেউয়ের কারণে নৌকাটি ডুবে যেতে পারে।

সংশ্লিষ্ট কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, কাজু-১ কে উদ্ধারে টহল নৌকা, পুলিশ সদস্যের পাশাপাশি উদ্ধারকাজে সহায়তায় সামরিক বিমান মোতায়েন করা হয়েছে। এই উদ্ধারকাজে স্থানীয় মাছ ধরার নৌকাগুলোও সহযোগিতা করছে।

নিখোঁজ নৌকাটি উদ্ধারে সহযোগিত করছে মাছ ধরার নৌকাগুলোও।

প্রসঙ্গত, শিরেটোকো উপদ্বীপ পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাতেও আছে এটি। সেখানে তিমি এবং বিভিন্ন সামুদ্রিক বিভিন্ন প্রাণি দেখার জন্য নৌকায় করে ঘুরে বেড়ান পর্যটকরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply