বর্ণবাদের অভিযোগ থেকে মুক্তি পেলেন গ্রায়েম স্মিথ

|

গ্রায়েম স্মিথ। ছবি: সংগৃহীত

বর্ণবাদের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবং সিএসএ’র সাবেক ডিরেক্টর অফ ক্রিকেট গ্রায়েম স্মিথ। দুটি তদন্তের পর তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি বলে জানিয়েছে বোর্ড।

তদন্তে জানা গেছে, ২০১২-১৪ থামি সোলেকিলের সাথে বর্ণবাদী বৈষম্যের যে অভিযোগ আনা হয়েছিল স্মিথের বিরুদ্ধে, তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সিএসএ’র নেতৃত্বে থাকাকালীন কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে অবস্থান নেয়া ও সিদ্ধান্ত প্রভাবিত করার অভিযোগও প্রমাণ হয়নি স্মিথের বিরুদ্ধে। এছাড়া স্মিথের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১৯ সালে এনকো এনকাউয়ের জায়গায় মার্ক বাউচারকে প্রোটিয়াদের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়ার ভিত্তিও ছিল বর্ণবাদ। এই বিষয়টিও প্রমাণিত হয়নি।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে এসজেএন কমিশনের বর্ণীত ২৩৫ পৃষ্ঠার প্রতিবেদনে গ্রায়েম স্মিথ, মার্ক বাউচার এবং এবি ডি ভিলিয়ার্সের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ আনা হয়। বলা হয়, অধিনায়ক থাকাকালে দক্ষিণ আফ্রিকা দলে কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের চেয়ে শেতাঙ্গদের প্রাধান্য দিতেন স্মিথ।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply