আগস্টেই পদত্যাগ করছেন হিউম্যান রাইটস ওয়াচের প্রধান

|

কেনেথ রথ। ছবি: সংগৃহীত।

তিন দশক ধরে বিশ্ব মানবাধিকার সংরক্ষণ সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’ এর প্রধান তথা নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন কেনেথ রথ। তবে এই আগস্টেই পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন তিনি। তার পদত্যাগের কারণ এখন স্পষ্ট নয়। খবর ইউএস টুডের।

মঙ্গলবার (২৬ এপ্রিল) এ ঘোষণা দেন কেনেথ রথ। তিনি বলেন, আমি এমন একটি সংস্থায় প্রায় ৩০ বছর অতিবাহিত করার মহান সৌভাগ্য অর্জন করেছি, যে সংস্থা সারা বিশ্বের মানুষের অধিকার রক্ষায় একটি নেতৃস্থানীয় শক্তি হয়ে উঠেছে। তিনি আরও বলেন, আমি হিউম্যান রাইটস ওয়াচ ছাড়লেও মানবাধিকারের পক্ষ ছাড়ছি না।

কেনেথ রথের পদত্যাগ নিয়ে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, আপাতত সংস্থাটির অন্তর্বর্তীকালীন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন তিরানা হাসান। এরপর শিগগিরই কেনেথ রথের স্থলে যোগ্য ব্যক্তিকে এই দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে।

১৯৯৩ সালে ‘হিউম্যান রাইটস ওয়াচ’ এর প্রধান তথা নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পান কেনেথ রথ। তার নেতৃত্বে অ্যান্টি-পার্সনেল ল্যান্ড মাইন নিষিদ্ধের প্রচেষ্টায় অবদান রাখার কারণে ১৯৭৭ সালে ‘হিউম্যান রাইটস ওয়াচ’ নোবেল পুরস্কার পায়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply