একাধিক অননুমোদিত সীসা তৈরির কারখানা নরসিংদীতে, বিষাক্ত হয়ে উঠছে পরিবেশ

|

সীসা তৈরির কারখানা।

নরসিংদীতে আবাসিক এলাকায় অনুমোদনহীন সীসা তৈরির কারখানার ছড়াছড়ি। এসব কারখানা থেকে ছড়াচ্ছে বিষাক্ত ধোঁয়া। ফলে নেতিবাচক প্রভাব পড়েছে পরিবেশের ওপর, বাড়ছে রোগবালাইও। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। তবে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদফতর।

চরহাজিরপুর, চৈতাবো, নতুন বাসস্ট্যান্ড এলাকাসহ গোটা জেলায় এমন ১২টি সীসা তৈরির কারখানা আছে। সবখানেই অস্বাস্থ্যকর পরিবেশ। স্বাস্থ্যঝুঁকি নিয়ে কাজ করছেন শ্রমিকরা। সম্প্রতি বেলাবোতে একটি কারখানার রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ে পাশের কৃষি জমিতে। অভিযোগ ওঠে, সেই জমির খাস খেয়ে মারা যায় কয়েকটি গরু ও পাখি। এলাকাবাসীর দাবি, সব দেখেও নির্বিকার কর্তৃপক্ষ।

চিকিৎসকরা বলছেন, সীসার ধোঁয়া মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। বিরূপ প্রভাব ফেলে প্রকৃতিতেও। নরসিংদীর ১০০ শয্যা হাসপাতালের চিকিৎসক রাজ্জাক মিয়া জানান, সীসার ধোঁয়ার কারণে হার্ট, কিডনি ও ব্রেন আক্রান্ত হতে পারে। এর ফলে রক্ত স্বল্পতারও সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে।

পরিবেশ অধিদফতর বলছে, ১২টি কারখানার মধ্যে ছাড়পত্র আছে মাত্র একটির। অনুমোদনহীনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে জেলার পরিবেশ অধিদফতরের উপপরিচালক হাফিজুর রহমান জানান, তাদেরকে (অননুমোদিত কারখানাগুলোকে) সতর্ক করা হয়েছে। নির্দিষ্ট নীতিমালা অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনা তৈরি করলে তবেই ছাড়পত্র পাবে। তবে আবাসিক এলাকার বাইরে কারখানা স্থাপনের দাবি নরসিংদীবাসীর।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply