পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ, প্রধান বিরোধী দলীয় নেতা আটক

|

রাশিয়ায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি থেকে আটক করা হয়েছে অন্তত ১৫শ বিরোধী দলীয় নেতাকর্মীকে। আটক হয়েছেন প্রধান বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিও। সোমবার ভ্লাদিমির পুতিনের চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠান ঠেকাতে পালিত হয় এই বিক্ষোভ কর্মসূচি।

মস্কো, সেন্ট পিটার্সবার্গ, সাইবেরিয়া সহ প্রায় ১৯টি শহরে কয়েক হাজার বিরোধী দলীয় নেতা কর্মী পুতিন বিরোধী এই কর্মসূচিতে যোগ দেয়। পুতিনকে রাশিয়ার নতুন জার আখ্যা দিয়ে বিরোধীরা তাকে ঠেকানোর আহ্বান জানান সাধারণ জনগণের প্রতি। অবশ্য পরিস্থিতির অবনতি ঠেকাতে মাঠে মোতায়েন ছিলো বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ঠেকাতে লাঠিচার্জ ও টিয়ারশেলও ছোঁড়ে তারা। এ বছরের ১৮ মার্চ চতুর্থ দফায় ৬ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন ভ্লাদিমির পুতিন। গেলো ১৮ বছর ধরেই রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দু ৬৫ বছর বয়সী সাবেক এই কেজিবি কর্মকর্তা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply